Term Conditions Page



আমাদের রিসেলার হতে কোনো প্রকার ফি বা টাকা দিতে হয়না।

যে কেউ চাইলে আমাদের রিসেলার হতে পারে, লিসেলার হতে আমাদের লিসেলার আইডি নিতে হবে।

এর জন্য আমাদের পলিসি ফলো করে আমাদের ফর্ম পুরোন করে আবেদন করতে পারবেন।

  • রিসেলার আবেদন করার 24/48 ঘন্টার মধ্যে ই-মেইল এ আবেদনের আপডেট পাওয়া জবে। 
  • আপনার আবেদন যদি ঠিক মত হয়ে থাকে তবে  রিসেলার আইডি ইমেইল পাবেন
  • মেইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক ও পাবেন সরাসরি এখানে জয়েন করবেন সকল আপডেট এর জন্য
  • আমাদের প্রতিটা পন্যের দাম আমাদের পেইজে দেওয়া আছে ।
  • পণ্যের দামের উপরে আমরা ১৫% কমিশন দিয়ে থাকি।
  • আমাদের নির্ধারণ কৃত দামের থেকে কম মূল্যে বিক্রি করা যাবে না।
  • আমাদের নির্ধারণ কৃত দামের থেকে বেসি বিক্র করলে সেটা কমিশন এর সাথে যোগ হবে।
  • ঢাকা সিটি কর্পোরেশন এর বাইরে অর্ডার বুকিং করতে হলে ডেলিভারি ফি এডভান্স করতে হবে।
  • প্রতিদিন বিকাল ৫ টার মধ্যে বুকিং (কনফার্ম) করলে সেই দিনই ডেলিভারির জন্য শিপিং করা হবে।
  • ডেলিভারি রির্টান হলে রিসেলার থেকে ডেলিভারি ফি চার্জ করা হবে।
  • ডেলিভারি কনফার্ম হওয়ার ১ সপ্তাহের মধ্যে কমিশন পেমেন্ট করা হবে।
  • বিকাশ অথবা ব্যংকে পেমেন্ট করা হবে।
  • আবেদন করার সময় কিভাবে পেমেন্ট নিবেন সেটা চেক করে সঠিক মত দিবেন।
 Reseller Registration
  • প্রতিটি প্রোডাক্ট এর ম্যটারিয়া এবং সঠিক  মেজারমেন্ট ও রিয়েল ছবি জেনে নিবেন।
  • প্রতিটি প্রোডাক্ট এর সঠিক তথ্য জেনে বুঝে মার্কেটিং করবেন।
  • কোন প্রকার বিভ্রান্তি তথ্য প্রচার করা যাবে না।